জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। এ ম্যাচে স্বাগতিকদের একাদশে তিন পরিবর্তন আনা হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও তাসকিন আহমেদকে। গত ম্যাচে বাইরে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন, মাহমুদউল্লাহ রিয়াদ ও শেখ মেহেদী ফিরেছেন এই ম্যাচের একাদশে।
বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজীদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, সৌম্য সরকার, জাকের আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ ।
জিম্বাবুয়ে একাদশ- এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে জিম্বাবুয়ে। একাদশে ফিরেছেন শেন উইলিয়ামস। বিশ্রামে রিচার্ড এনগারাভা।
জিম্বাবুয়ে একাদশ:
তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্ডে, জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জংওয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা, শেন উইলিয়ামস ও ব্লেসিং মুজারাবানি।
শুভ সকাল। বাংলাদেশ-জিম্বাবুয়ের টি-টোয়েন্টি ম্যাচের মানবজমিন লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌরভ কুমার দাস।
দুই দল ওয়ার্মআপ শুরু করেছে। আরেকটু পর মাঠে গড়াবে সিরিজের শেষ ম্যাচ। বাংলাদেশের সামনে রেকর্ডের হাতছানি। প্রথম ৪ ম্যাচ জেতা বাংলাদেশ আজ জিতলে প্রথমবারের মতো ৫-০ ব্যবধানে কোনো সিরিজ জয়ের স্বাদ পাবে।
।