বন্দরের ভেতরে রাবার টায়ার গ্যান্ট্রিক্রেনের (আরটিজি) নিচে চাপা পড়ে মো. আনিস (২৩) নামের এক ট্রেইলার হেলপার নিহত হয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায়।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৫টার দিকে এনসিটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, কনটেইনার হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট আরটিজি চলাচলের পথে মানুষ যাওয়ার কথা নয়।
হয়তো অনমনস্ক হয়ে আরটিজির পথে চলাচলের সময় দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় একজনকে বন্দর অ্যাম্বুল্যান্সযোগে শ্রমিক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।