প্রিমিয়ারে লিটল ব্রাদার্স ও ১ম বিভাগে মুক্তিযোদ্ধা সংসদ চ্যাম্পিয়ন
সমাপনী দিনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ দাবা লিগ ২০২৪। এবারের সিজেকেএস প্রিমিয়ার লিগে লিটল ব্রাদার্স চ্যাম্পিয়ন (৯ খেলায় ১৫ পয়েন্ট) ও ১ম বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল ( ৮ খেলায় ১৬ পয়েন্ট)। বৃহস্পতিবার সন্ধ্যায় সিজেকেএস কনভেনশন হলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটির ব্যবস্থাপনায় সিজেকেএস প্রিমিয়ার ও ১ম বিভাগ দাবা লীগ ২০২৪ইং এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতা দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সহ সভাপতি ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম, পিপিএম)।
সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব এর সঞ্চালনায় সিজেকেএস দাবা কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল আলীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি মো: হাফিজুর রহমান, এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী, এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, নির্বাহী সদস্য মোঃ মুজিবর রহমান, মোহাম্মদ দিদারুল আলম, আকতারুজ্জামান, সৈয়দ মোহাম্মদ তানসীর, মো: এনামুল হক, সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ আলম ববি, আলী হাসান রাজু, সরওয়ার মনি, মুছা বাবলু, সিজেকেএস দাবা কমিটির ভাইস চেয়ারম্যান মহসিন জামান পাপ্পু, যুগ্ম সম্পাদকদ্বয় রাকিবুল উল ইসলাম সাচ্চু, মো: আলী কায়ছার, সৈয়দ আব্দুল আহাদ, আব্দুল মালেক, প্রকৌশলী এস এম তারেক, সদস্য মো: ইসহাক, মো: নুরুল আমিন সহ অংশগ্রহণকারী দাবাড়–বৃন্দ প্রমুখ।
প্রিমিয়ার ডিভিশনে ১ম রানার্স আপ কোয়ালিটি স্পোর্টিং ক্লাব, ২য় রানার্স আপ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব বøুজ, ১ম বিভাগে ১ম রানার্স আপ ফিরিঙ্গি বাজার লাকী স্টার ক্লাব ২য় রানার্স আপ ডাবল মুড়িং ক্লাব, প্রিমিয়ার ডিভিশন ১নং বোর্ডে আবেয়া বন্দেরা, ২য় নং বোর্ডে সৈয়দ মাহফুজুর রহমান, ৩নং বোর্ডে তিওয়ারিশি নিবাস, ৪ নং বোর্ডে জাবেদ আল আজাদ, ৫ নং বোর্ডে চৌবে চাওয়ার ও ৬ নং বোর্ডে তুশিন তালুকদার, ১ম বিভাগ দাবা লীগে ১নং বোর্ডে উন্মিয়া বিনতে ইউসুফ লুবাবা, ২য় নং বোর্ডে মো: শরিয়ত উল্লাহ, ৩নং বোর্ডে সৈয়দ শফিউল মুসনাবিন, ৪ নং বোর্ডে সত্যেঞ্জয় বড়–য়া টিটু, ৫ নং বোর্ডে গোলাম কিবরিয়া ও ৬ নং বোর্ডে তানজিলাতুন নূও সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।
টুর্নামেন্টে চীফ আরবিটর হিসেবে এফ এ প্রকৌশলী এস এম তারেক, ডেপুটি হিসেবে এফ এ সাইফুল ইসলাম, এন্টি চিটিং আরবিটর হিসেবে সৈয়দ আব্দুল আহাদ ও আরবিটর হিসেবে নুরুল আমিন দায়িত্ব পালন করেন।
শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি সিজেকেএস সহ সভাপতি ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম, পিপিএম) ও অন্যান্য অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড় ও কর্মকতাদেও হাতে পুরস্কার তুলে দেন।
সিজেকেএস দাবা লিগ সম্পন্ন
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন