কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন বাঙালহালিয়ার রাম ঠাকুর আশ্রমের সামনে থেকে শরীরে স্কচটেপ লাগিয়ে বিশেষ কায়দায় চোলাই মদ পাচার কালে শিশু সহ দুই নারীকে আটক করা হয়েছে গত বৃহস্পতিবার (৩০ মে) রাতে। চন্দ্রঘোনা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের বিরোদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আটককৃত আসামীরা হলো- লাভলী বেগম (২৯), মুন্নি বেগম (১৬)। আসামীরা দু’জন পরস্পর বোন এবং তারা বান্দরবানের আলীকদম উপজেলার বাসিন্দা। এছাড়া ঘটনার সময় আসামী লাভলীর কোলে তার শিশু সন্তানও ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি আনচারুল করিম জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে থানার এস আই মকবুল হোসেন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে উক্ত আসামীদের আটক করে। এসময় নারী পুলিশের সহায়তায় দেহ তল্লাশী করে তাদের হেফাজতে থাকা শরীরে মোড়ানো অবস্থায় ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়। আসামীরা অভিনব কৌশলে স্কচটেপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে চোলাই মদ গুলি আটকিয়ে পাচারের উদ্দেশ্যে শহর অভিমুখে রওনা দেয়। আসামীরা জিজ্ঞাসাবাদে জানায়, চট্টগ্রামের টাইগারপাস এলাকায় বেশী দামে বিক্রয়ের জন্য উদ্ধারকৃত চোলাই মদ নিয়ে যাচ্ছিল তারা।
আটক আসামীদের শুক্রবার (৩১ মে) রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা ওসি নিশ্চিত করেছেন।
চন্দ্রঘোনায় চোলাই মদ পাচারকালে দুই নারী আটক
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন