ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে নাম জড়িয়ে সম্প্রতি আলোচনায় আসেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে রহস্য তৈরি করায় উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তাকে নিয়ে মন্তব্য করেন। এতে বিবাদ শুরু হয় দুইজনের। জয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন মিষ্টি। এরই মাঝে আবার জড়িয়ে পড়েন অভিনেত্রী তমা মির্জা। মিথ্যা তথ্য প্রচারে মিষ্টিকে ১০ লাখ টাকার আইনি নোটিশ পাঠান তিনি। এরপর পাল্টা জবাব হিসেবে তমাকে ২০ লাখ টাকার আইনি নোটিশ পাঠান মিষ্টি। যদিও পরে তমা-মিষ্টিকে ডেকে সেই বিবাদ মিটিয়ে দিয়েছেন শিল্পী সমিতি সভাপতি মিশা সওদাগর। এত সব ঘটনার কারণেই বেশ কিছুদিন থেকে খবরের শিরোনামে আছেন মিষ্টি জান্নাত। বিবাদের অবসান ঘটতে না ঘটতেই আবারো সংবাদ শিরোনামে এলেন তিনি।
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুঁশিয়ারি দিয়ে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে লিখেন, যারা যারা সরাসরি মিষ্টি জান্নাতের নাম ব্যবহার করে বাজে বাজে শিরোনাম দিয়ে ফেসবুক ও ইউটিউবে ভিডিও ছাড়ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে অতি শিগগিরই। উল্লেখ্য, ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন এই অভিনেত্রী। এর পর থেকে নিয়মিত সিনেমায় কাজ করেছেন।