বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন ফটিকছড়ি উপজেলা (উত্তর ) শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও অবসরপ্রাপ্ত শিক্ষক সংবর্ধনা ০২ জুন রবিবার হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ফটিকছড়ি উপজেলা (উত্তর ) শাখার সভাপতি আলহাজ আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রনজিৎ কুমার নাথ।উদ্বোধক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মো. জাকের হোসেন প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন। নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিটিএ চট্টগ্রাম উত্তর জেলার সহ সভাপতি মির্জা মোহাম্মদ বখতিয়ার, আঞ্চলিক শাখার সদস্য তপন কুমার পালিত,প্রধান শিক্ষক চৌধুরী ইমাম উদ্দিন নুরী। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দীন। সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন দিলীপ কান্তি দে, শাহজামান মজুমদার ও শংকর কুমার চক্রবর্তী প্রমুখ। কাউন্সিলর প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন আবুল বশর,কমল চৌধুরী ও ফজলুল করিম প্রমুখ। সবশেষে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে গজারিয়া জেবুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মোমিন মজুমদার সভাপতি ও দাঁতমারা এ বি জেড উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবু তৈয়বকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
বিটিএ ফটিকছড়ি উত্তর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও অবসরপ্রাপ্ত শিক্ষক সংবর্ধনা সম্পন্ন
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন