শফিউল আলম, রাউজানঃ রাউজানে অস্ত্রসহ মোহাম্মদ রাশেদ (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ২জুন দিবাগত রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গর্জনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক হওয়া যুবক উপজেলা হলদিয়া ইউনিয়নের চিন্নি বটতল এলাকার আবুল বশারের পুত্র। জানা যায়, চিকদাইর পুলিশ ফাঁড়ির এস আই আবদুল কাদের এর নেতৃত্বে একদল পুলিশ চেকপোষ্ট বসায় রুস্তম শাহ মাজার গেইট এলাকায়। এসময় মোটর সাইকেল যোগে অস্ত্রসহ রাশেদ যাওয়ার সময় তল্লাসী চালায় পুলিশ। এসময় তার কোমড়ে থাকা একটি দুই নলা বন্দুক ও পকেটে থাকা এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। একই সাথে তার কাছে থাকা একটি নম্বর বিহীন মোটর সাইকেলও জব্দ করেছে পুলিশ। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, অস্ত্রসহ আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে ৩জুন সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
হলদিয়ায় দু’নলা বন্দুকসহ যুবক আটক
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন