শফিউল আলম,রাউজান ঃ বঙ্গবন্দ্বু মৎস হেরিটেজ হালদা নদীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে । হালদা নদীর নাব্যতা হ্রাসে হালদা নদী খনন,হালদা নদীর সাথে সংযুক্ত শাখা খাল খনন, হালদা নদীর সাথে সংযুক্ত শাখা খালের সুইস গেইট সংস্কার । হালদা নদী ও শাখা খালের মধ্যে কলকারকারখানা, ডেইরী ফার্ম, পোল্টি ফার্মের বজ্য ফেলা বন্দ্ব করতে হবে । হালদা নদীর দুপাড়ে সড়ক নির্মান করা হালদা মাছ শিকার বন্দ্ব করতে হবে । হালদার হারানো ঐতিহ্যকে ফিরে আনতে রাউজান হাটহাজারী, ফটিকছড়ি আসনের সংসদ সদস্য ও হালদা পাড়ের বাসিন্দ্বাদের নিয়ে কমিটি করে হালদার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে । হালদা পাড়ের মধ্যে অকোজো হয়ে পড়ে থাকা হ্যচারী গুলো পুনঃ নির্মান ও নতুন ভাবে আরো হ্যচারী নির্মান করতে হবে । হালদা পাড়ের বাসিন্দ্বা জেলে ও মৎসজীবিদেদের বিকল্প কর্মসংস্থানের জন্য তাদেরকে গরু ক্রয় করে দিয়ে গরু পালন করার মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে । প্রাকৃতিক মৎস প্রজননক্ষেত্রের উন্নযন ও ব্যবস্থাপনা প্রকল্পের ২য় র্পযায়ের কর্মশলা অনুষ্টানে সম্মনিত অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এসব কথা বলেন। গতকাল ৪ জুন ম্গংলব্রা দুপু্ের প্রাকৃতিক মৎস প্রজননক্ষেত্রের উন্নযন ও ব্যবস্থাপনা প্রকল্পের ২য় র্পযায়ের প্রকল্পের উদ্যোগে রাউজান উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রাউজান উপজেলা পরিষদ; হলে কর্মশালা অনুষ্টানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোয়ায়েল ইসলাম। চন্দনাইশ উপজেলা মৎস অফিসার মোহাম্মদ হাসান আহসানুল কবিরের সঞ্চলনায় অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথির বক্তবে মৎসও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, হালদা নদীর মা মছের প্রজনন বৃদ্বি ও মাছের অভয়শ্রম গড়ে তোলেতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে । সকলের সহায়তা পেলে হালদার পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হবে । অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস অধিপ্তরের মহাপরিচালক সৈয়দ আলমগীর, চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশরফ হোসেন খান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। অনুষ্টানে বক্কব্য রাখেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগজ্যাই মারমা, রাউজান পৌরসভার কাউন্সিলর আলমগীর আলী, হাটহাজারী গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার ,েমারশেদ তালুকদার, ডিম সংগ্রহকারী ইলিয়াছ, রোসাঙ্গীর আলম। কর্মশালা অনুষ্টানে পুর্বে রাউজানের সর্তার ঘাট এলাকায় হালদা নদীতে মাছের পোনা অবমুৃক্ত করেন এবি এম ফজলে করিম চৌধুরী এমপি, মৎসও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ে সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম সহ চট্টগ্রাম জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা মৎস অধিদপ্তরের কর্মকর্তারা ।
বঙ্গবন্ধু মৎস হেরিটেজ হালদা নদীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন