ঈদগাঁও প্রতিনিধি।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে এক জরুরী সভা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে শনিবার(১৫ জুন) বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়।
বিদায়ী আহবায় কমিটির প্রধান তারিকুল হাসান তারেকের (দৈনিক কক্সবাজার) সভাপতিত্বে আহবায়ক কমিটির অপর সদস্য গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদায়ী আহবায়ক কমিটির অন্যতম সদস্য নাছির উদ্দিন আল নোমান (দৈনিক আজকের কক্সবাজার), সাবেক সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান আযাদ (দৈনিক সৈকত) ,সাবেক সহ-সভাপতি কাফি আনোয়ার (দৈনিক বাঁকখালী),সাবেক সহ সম্পাদক আজাদ মনছুর (বাংলাদেশ বেতার),সাবেক অর্থ সম্পাদক যথাক্রমে সেলিম উদ্দীন (দৈনিক আজকের দেশবিদেশ),এইচ এন আলম (দৈনিকহিমছড়ি),সাবেক দপ্তর সম্পাদক আাতিকুর রহমান মানিক (দৈনিক নয়া দিগন্ত) ও সাবেক অর্থ সম্পাদক আনোয়ার হোছাইন (দৈনিক সাগর দেশ)।
সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন আজাদ মনছুর, সেলিম উদ্দিন ও আনোয়ার হোছাইন।
উক্ত কমিটি আগামী ২২ জুন শনিবারের মধ্যে বিদায়ী কমিটি থেকে যাবতীয় দাপ্তরিক কাজ বুঝে নিয়ে সুবিধাজনক সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করে যথাসময়ে নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।