কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি সড়ক দূর্ঘটনায় সিএনজি চালিত অটোরিক্সা উল্টে সুইমংচিং মারমা (৫০) নামের এক বনপ্রহরী নিহত হয়েছে। গত বুধবার (১৯ জুন) দুপুরে কাপ্তাই উপজেলাধীন কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বালুচর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এঘটনায় অটোরিক্সা চালক আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত সুইমংচিং মারমা কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নের বাসিন্দা। তিনি পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগে কর্মরত একজন বন প্রহরী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাপ্তাইয়ের বালুরচর এলাকায় গত বুধবার দুপুরের পর কাপ্তাই থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা বেপরোয়া গতিতে চালিয়ে আসার সময় নিয়ন্ত্রন হারিয়ে অটোরিক্সাটি ওই স্থানে উল্টে যায়। এসময় অটোরিক্সায় থাকা যাত্রী ও চালক আহত হয়। তবে গুরুতর আহত যাত্রী সুইমংচিংকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম স্থানান্তর করা হয়। পরে চট্টগ্রামের রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় সুইমংচিং মারমার মৃত্যু হয়। এবিষয়ে কাপ্তাই থানার ওসি (তদন্ত) দেবাশীষ সানা জানান, কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়ে চট্টগ্রামে নেওয়ার পর মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে এঘটনায় বুধবার রাত ১০টা পর্যন্ত থানায় এসে কেউ কোন মামলা বা অভিযোগ করেনি।
কাপ্তাইয়ে সড়ক দূর্ঘটনায় বন প্রহরীর মৃত্যু
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন