শফিউল আলম, রাউজানঃ হযরত এয়াছিন শাহ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির ব্যবস্থাপনায় পবিত্র ঈদ- উল- আযহা উপলক্ষে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র চট্টগ্রাম সরকারি কলেজের রসায়ন বিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, প্রফেসর ড. নূ. ক. ম. আকবর হোসেন । সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র সমিতির আহবায়ক নুরুল আজিম। গত ১৯ জুন বুধবার সকালে স্কুলের হলরুমে প্রাক্তন ছাত্র সমিতির সম্মানিত সচিব, জনাব জিয়াউল হক চৌধুরী সুমন’র সঞ্চালনায় অনুষ্টানে আরো বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র সমিতির সম্মানিত উপদেষ্টা, এস এম বাবর, আব্দুল মোমেন চৌধুরী, মাহবুবুল আলম, জালাল আহমেদ, এস এম ইয়াছিন, জাহাঙ্গীর সিকদার, ফরিদুল আলম মাস্টার প্রমূখ।