কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
কাপ্তাই থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে নোয়াখালী ও ফেনী জেলা থেকে পরোয়ানাভূক্ত পলাতক দুই আসামীকে আটক করা হয়েছে। আটক আসামীরা গ্রেফতারী পরোয়ানা এড়িয়ে দীর্ঘদিন ধরে গা-ঢাকা দিয়ে পালিয়েছিল। কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২০ জুন) রাত সাড়ে ৭ টায় থানার এসআই আল-আমিন, এসআই স্বরুপ কান্তি পাল, এএসআই রবিউল আলম, এএসআই রামধন চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্স কাপ্তাই থানার ফেরারী জিআর সাজা-২৬৯/১৯৯৮ এর পরোয়ানাভূক্ত পলাতক আসামী হানিফ (৫০) কে নোয়াখালী জেলাধীন কোম্পানিগঞ্জ উপজেলার সাফরাশির হাট এলাকা থেকে আটক করা হয়। সে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া সাদেকেরঘোনায় বসবাসরত শেখ আহাম্মদের পুত্র। ওসি আরও জানায়, একইদিন রাত ১০টা ৫৫ মিনিটে কাপ্তাই থানা পুলিশের ওইটিম পৃথক অভিযান চালিয়ে ফেনী জেলাধীন সোনাগাজী উপজেলার তুলাতলী এলাকা হতে কাপ্তাই থানার জিআর সাজা-১১৬/১৭ এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী মোঃ জাকির হোসেন (৫০) কে আটক করে। জাকির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নাধীন কাপ্তাই প্রজেক্ট এলাকার -মৃত আবুল বাশারের পুত্র। আটক আসামিদ্বয়কে শুক্রবার (২১জুন) সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।