চট্টগ্রাম নগরীতে ফিটনেস ও রুট পারমিট না থাকায় ৫ যানবাহনকে জরিমানা এবং দীর্ঘদিন কাগজপত্র হালনাগাদ না করার অভিযোগে ৩ যানবাহন ডাম্পিং করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগের আওতাধীন ভ্রাম্যমান আদালত-১২।
শনিবার (২২ জুন) চট্টগ্রামের হালিশহর থানাধীন নয়াবাজার বিশ্বরোডে সারা বাংলাদেশের ন্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের আওতাধীন ভ্রাম্যমান আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না। সেখানে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টমেট্রো সার্কেল-২ এর মোটরযান পরিদর্শক শাহাদাত হোসেন চৌধুরী।
জানা যায়, ফিটনেস না থাকায় ২টি যানবাহনকে ৩০ হাজার টাকা জরিমানা, রুট পারমিট না থাকায় ২ যানবাহনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যান্য মামলায় ১টি যানবাহনকে ১ হাজার টাকাসহ ৫ টি যানবাহনকে সর্বমোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট দীর্ঘদিন হালনাগাদ না করায় তিনটি ড্রাম ট্রাক ডাম্পিং করা হয়। অভিযানে সহযোগিতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ট্রাফিক পুলিশ।
এরকম অভিযান অব্যাহত আছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না।