একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের পুরোগামী নেত্রী জননী সাহসীকা কবি সুফিয়া কামাল স্মরণে আলোচনা সভায় বক্তারা বলেছেন, কালজয়ী কবি বেগম সুফিয়া কামালের জীবন ও দর্শন এবং সাহিত্যকর্ম প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পাঠকের হৃদয় আলোকিত করবে। তিনি আজীবন মুক্তবুদ্ধির চর্চার পাশাপাশি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে সংগ্রাম করে গেছেন। সাহিত্য চর্চার সাথে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বিশেষ ভূমিকা রেখেছেন।
কবির জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা আরো বলেন, কবি সুফিয়া কামাল রচিত সাহিত্যকর্ম নতুন ও ভবিষ্যৎ প্রজন্মকে গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে। কবির জীবন ও আদর্শ এবং তাঁর কালোত্তীর্ণ সাহিত্যকর্ম নতুন প্রজন্মের প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম জেলার কার্যকরী সভাপতি প্রফেসর ড. আলা উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. অলিদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক-সাংবাদিক শওকত বাঙালি।
২৩ জুন, বিকেল ৫টায় নগরীর চেরাগী পাহাড়স্থ চট্টলবন্ধু এস.এম জামাল উদ্দীন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনের জেলা সহ-সভাপতি স্বাধীনতা সংগ্রামী মানিক চৌধুরীর সুযোগ্য সন্তান দীপংকর চৌধুরী কাজল, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, কেন্দ্রীয় বিভাগীয় সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, জেলা সাংগঠনিক সম্পাদক প্রখ্যাত শ্রমিকলীগ নেতা রহমত উল্লাহ চৌধুরীর সুযোগ্য সন্তান রুবা আহসান, সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুগত গুহের সুযোগ্য সন্তান সূচিত্রা গুহ টুম্পা, সহ-সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ আরিফ, রাহুল দত্ত, মোহাম্মদ মাহাতাব হোসেন সজিব, মরিয়ম আক্তার মুক্তা, মহিলা বিষয়ক সম্পাদক প্রখ্যাত আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. ফজলুল হক বিএসসির সুযোগ্য সন্তান শিক্ষিকা সৈয়দা তাহমীনা সুলতানা, সহ-প্রচার ও গণমাধ্যম সম্পাদক রুবেল চৌধুরী, প্রকাশনা সম্পাদক রাজীব চৌধুরী রাজু, আইন সম্পাদক অ্যাডভোকেট মো. সাহাব উদ্দিন, দফতর সম্পাদক অসিত বরণ বিশ^াস, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভূইয়ার সুযোগ্য সন্তান নাজমুল হক ভূইয়া, অনলাইন এক্টিভিস্ট মোঃ শওকত উল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদ সিএনসির সুযোগ্য সন্তান জয়নুদ্দীন আহম্মদ জয়, রাকিব হাসান, মোহাম্মদ জামশেদুল ইসলাম, বাঁশখালী থানা শাখার সভাপতি আইকর আইনজীবী শেখর দত্ত, সাধারণ সম্পাদক সাদ্দাম হোছাইন, নাজিম উদ্দীন প্রমুখ।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানানো হয়।
আলোচনা সভা শেষে আগামী ২৬ জুন শহীদজননী জাহানারা ইমামের ৩০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনোপক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এদিন বিকেল ৫টায় নগরীর চেরাগী পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনের চট্টলবন্ধু এস.এম জামাল উদ্দিন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় মুক্তিযুদ্ধের পক্ষের এবং সংগঠন সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
কবি সুফিয়া কামাল সাহিত্য চর্চার সাথে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বিশেষ ভূমিকা রেখেছেন
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন