তাহমিনা সুলতানা যুথি
শতবর্ষের আলো যেথা মিশেছে এক প্রাণে,
বসন্ত তাই জাগ্রত আজ ভুবন ভুলানো গানে ।
পহেলা জুলাই তারিখটা যেন স্মৃতির পাতায় ভার,
পুর্ববঙ্গ ও আসাম প্রদেশ সৃষ্টির দাবিদার ।
ধরণীতলে জেগেছে কি আজ রাতভাঙ্গা ওই ভোর,
জ্ঞান পিয়াসের অন্ধ পথে খুলেছে যে দ্বোর ।
অশনি আলোক হেরি বাসনায়, অদেখা স্বপন ফিরেছে মায়ায়,
দিনশেষে তা আলোর খোঁজে জেগেছে আপন কায় ।
আঁধার ভুলে জ্ঞান পিয়াসীর পথ রাঙ্গানো বিশ্ব প্রতীক,
দেখায় আলো ধরণী বুকে অসীম সীমানায়।
ধন ধান্যের এই ধরণী, ধন্য হইল ঠিক তখনই,
একাত্তরের ত্রাস পিষ্ঠ করা ৭ই মার্চের তর্জনী,
মৃত্যুর পথে চলেছে বাঙালি, মহাপ্রলয়ী অশনি বেয়ে,
মৃত্যুঞ্জয়ী এক মহান নেতার হুঙ্কারে সাড়া পেয়ে।
বায়ান্ন থেকে একাত্তরে, যার অবদান বিশ্ব জুড়ে,
ইতিহাস তাই সাক্ষী যেথায় নতুনের আয়োজনে ।
দুর্বার ওই শূন্য তরীর হাল ধরা সেই বীর প্রত্যয়ী,
স্বাধীনতার স্বপ্ন দেখে আবাধ দুনয়নে ।
কত মনিষী, বিজ্ঞ মতি উদিত সেই দিপ্ত জ্যোতি,
দেখিয়েছে আলো কুয়াশা ভেদে আঁধার অন্তরালে।
যুগে যুগে, কালে কালে শতবর্ষের মায়াজালে,
প্রস্ফুটিত বিদ্যাপীঠের বিজ্ঞ মনি জালে।
বিশ্বচিত্ত উদ্ভাসে তাই কম্পিত সেই স্মৃতির মায়ায়
জেগেছে কি স্বাধীনচেতা বন্দনা সঙ্গীতে,
শতবর্ষের ঢাঃ বিঃ তুমি, দিগন্তের প্রহরগামী,
যুগে যুগে তাই সদা বহমান নিঃশব্দ ইঙ্গিতে।
তাহমিনা সুলতানা যুথি, সাবেক শিক্ষার্থী,
উদ্ভিদবিজ্ঞান বিভাগ (অনার্স, মাস্টার্স, এম.ফিল) , ঢাকা বিশ্ববিদ্যালয়