শফিউল আলম,রাউজানঃ রাউজানে পীরে কামেল রাহনুমায়ে শরীয়ত ত্বরিকত হাদিয়ে দ্বীনে মিল্লাত হযরত আল্লামা হাফেজ কারী আবদুস ছোবাহান শাহ আল কাদেরী আল চিশতি মাইজভাণ্ডারী (ক.)”র ৩৪তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে ৷ ওরশ উপলক্ষে গত সোমবার (২৪ জুন) রাউজান সদর ইউনিয়নের কেউটিয়া ছোবাহানিয়া দরবার শরীফে আয়োজন করা হয়েছে খতমে কোরআন, খতমে গাউছিয়া, নাতে মোস্তফা পরিবেশন, মিলাদ মাহফিল ও জিকির ছেমা মাহফিল। আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের বিভাগীয় চেয়ারম্যান মো. নুরুল কাদের এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম। উদ্বোধক ছিলেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু।বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক মো. নুরুল আনোয়ার, রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নুরুল আমিন, মাওলানা নুরুল করিম, মো. নুরুল মোস্তফা। মাওলানা এস এম আলী আকবর তৈয়বীর সঞ্চালনায় তকরির করেন ইসলামি ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবু নাছের তালুকদার, মাইজভান্ডার দরবার শরীফ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম ফোরকানী, সাইফুল ইসলাম নেজামী, মাওলানা ইহাসান কাদের। এসময় উপস্থিত ছিলেন ফজলুল কাদের মেম্বার, ফোরকান মেম্বার, এস এম লিটন, এজাবত উল্লাহ,আবুল কাশেম,ইসহাক ইসলাম, মাসুদুল আলম, জামাল উদ্দিন। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।পরে আগত আশেক ভক্তের মাঝে তাবরুক বিতরণ করা হয়।
পীরে কামেল আল্লামা আবদুস সোবহান শাহ মাইজভান্ডারী ওরশ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন