চট্টগ্রাম জেলা আন্ত: স্কুল (বালক) জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বুধবার (২৬’জুন) অনুষ্ঠিত হাটহাজারী উপজেলা পর্যায়ের ১ম সেমিফাইনাল খেলায় কাটিরহাট উচ্চ বিদ্যালয় ৪-০ গোলে ফতেপুর উচ্চ বিদ্যালয়কে হারিয়ে যোগ্যতর দল হিসাবে
ফাইনালে উন্নীত হয়েছে।
খেলার প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে রিফাতের গোলে এগিয়ে যায় কাটিরহাট উচ্চ বিদ্যালয় (১-০)। পরবর্তীতে রিফাত আরো একটি গোল করে(২-০) দলকে এগিয়ে নিয়ে যায়।তারপর মো. আরিফ ও মো.সাইফুল আজম একটি করে গোল করে জয় সুনিশ্চিত করেছে(৪-০)।।।
বিকালে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাটহাজারী উপজেলা পর্যায়ের ১ম সেমিফাইনাল খেলায় কাটিরহাট উচ্চ বিদ্যালয় ও ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে।
খেলা শেষে ১ম সেমিফাইনাল খেলার সেরা খেলোয়াড় মো. রিফাত ও উদ্বোধনী খেলার সেরা খেলোয়াড় আবদুল্লাহ আল ফাইরাজকে পুরস্কার প্রদান করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন উর রশীদ,
হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক
মো: জাফর, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মুসলিম উদ্দীন,কাটিরহাট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন, ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.শাহ আলম প্রমুখ।।।