ডেস্ক নিউজ:২৭জুন চট্টগ্রাম মহানগরীর হালিশহরের বিভিন্ন স্থানে চট্টগ্রাম ওয়াসার সুয়ারেজ প্রকল্পের কাজের জন্য নিম্ন বর্ণিত এলাকা সমূহে আগামী ৩০শে জুন,রবিবার দুপুর ১২ টা হতে রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষ। গতকাল ২৬ জুন কেজিডিসিএল এর সকল সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জরুরি গ্যাস শাট ডাউন বিজ্ঞপ্তিতে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন। সূত্র আরো জানায়,বন্দরের হালিশহরস্থ চৌচলা মোড়ে ১০ ইঞ্চি ব্যাসের ১০বার বিতরণ লাইন ও ৩ ইঞ্চি ব্যাসের ৪বার বিতরণ গ্যাস পাইপলাইনের গতিপথ পরিবর্তন বা ডাইভারশনের কাজ করা হবে। এ কারণে হালিশহর চৌচলা মোড় থেকে আঃ গফুর শাহ রোড,চান্দার পাড়া,ধুমপাড়া,কলসি দীঘি ইপিজেডের পকেট গেট,বাতামতলা,গাজী ওমর শাহ পাড়া,ধোপাদিঘীর পাড়, আনন্দ বাজার এলাকা, মুন্সী পাড়া- মুনির নগর,বাকের আলী ফকির আলী টেক, বিজিবি হালিশহর লেইন, হালিশহর সেনা নিবাস, আব্বাস পাড়া, চৌধুরী পাড়ায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া একই কারণে হালিশহরের সুন্দবী পাড়া, মইন্না পাড়া, নয়া বাজার, বেপারী পাড়া, হাজী পাড়া সহ আশেপাশের এলাকা। সেই সাথে আংশিক ভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে দেওয়ান হাট এলাকার আশেপাশে, উত্তর হালিশহর,মধ্যম হালিশহর, দক্ষিণ হালিশহর এবং আগ্রাবাদ সিডিএ কিছু কিছু অংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
হালিশহরের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন