কাপ্তাই(রাঙামাটি)) প্রতিনিধি
কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সহ এক নারী পাচারকারীকে আটক করা হয়েছে গত বৃহস্পতিবার(২৭) সন্ধ্যায়। আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে একটা মামলা দায়ের করা হয়েছে। থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) এর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল মুহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্ববধানে কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালামের নির্দেশে ঘটনারদিন সন্ধ্যায় এসআই মোঃ ফিরোজ আলম, এএসআই যতিন্দ্র ত্রিপুরা, এএসআই মুরাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনীতে অভিযান চালায়। এসময় ২০০ গ্রাম গাঁজা সহ ফুলবানু বেগম(৫০), স্বামী- মোঃ শামসুল হক টাকু, সাং- নতুন বাজার ঢাকাইয়া কলোনী, থানা- কাপ্তাই, জেলা- রাঙামাটি’ কে আটক করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাপ্তাই থানায় একটি মামলা করা হয়েছে। আটক আসামীকে শুক্রবার জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্র জানায়।