জাতির জনক বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহযোগী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধ চলাকালীন ইস্টার্ন জোনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু সরকারের স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ ও পরিবার কল্যাণ মন্ত্রী চট্টগ্রাম শহর আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জহুর আহমদ চৌধুরীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’র (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।
সোমবার (১ জুলাই) সকাল ৯টায় জহুর আহমদ চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন তিনি।
পরবর্তীতে তিনি করব জিয়ারত ও মোনাজাত করেন।