পতেঙ্গা সৈকতের ওয়াকওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় মঞ্জুরুল আলম শিপন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে মাইমুন আক্তার নামে ৫ বছরের আরও এক শিশু আহত হয়।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে পতেঙ্গা সৈকত জোনে ওয়াকওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিপন ডবলমুরিং থানার ২৩ নম্বর ধনিয়ালাপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে।
পতেঙ্গা থানার উপ পুলিশ পরিদর্শক আশীষ দে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় এক শিশুসহ দুই জনকে উদ্ধার করেছি। পরে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরল আলম আশেক জানান, পতেঙ্গায় বাইক দুর্ঘটনা গুরুতর আহত দুই জনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিপন নামে একজনকে মৃত ঘোষণা করেন এবং শিশুটিকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।