কর্ণফুলীতে নাছিমা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুলাই) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের খালেক মেম্বার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নাছিমা একটি পোশাক তৈরির কারখানায় কর্মরত ছিলেন।
কর্ণফুলী থানার উপ পুলিশ পরিদর্শক এসআই নুরুল আলম সিদ্দিক বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।