নগরীর সিইপিজেডস্থ (২ নং মাইলের মাথা)থেকে গত ০২ রা জুলাই আনুমানিক সময় দুপুরের দিকে সিয়াম আকন নামে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছেন বলে ইপিজেড থানার জিডি নং -১৮৫/২০২৪ সূত্রে জানা গেছে।
নিখোঁজ হওয়ার পর থেকেই সম্ভাব্য সব স্থানে ও আত্মীয় স্বজনদের কাছে তার কোন হদিস না পেয়ে পিতা মোঃ মামুন খান, মাতা – খদিজা বেগম নিকটস্থ ইপিজেড থানা পুলিশের কাছে গত ৩রা জুলাই সন্ধ্যায় ১৮৫ নম্বর ২০২৪ ইং মূলে একটি লিখিত সাধারণ ডায়রি বা জিডি লিপিবদ্ধ করেছেন।
জিডি সূত্রে আরো জানা গেছে, ছেলে টি মানসিক ভাবে অসুস্থ্য এবং অনেক ক্ষেত্রে ভুলে যাই নিজের পরিচয় ও নাম ঠিকানা।
ছবির ছেলেটি কে কোন সহৃদয়বান ব্যক্তি খোঁজ পেয়ে থাকলে সিএমপির ইপিজেড থানার কর্তব্যরত পুলিশ অফিসার (এস আই মোঃ কামাল হোসেন (০১৭২৪-৫১৮৫৪৩)এর সাথে যোগাযোগ করতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।