সীতাকুণ্ড প্রতিনিধি :
সীতাকুণ্ড কুমিরা ঘাটঘর সন্দ্বীপ চ্যানেলে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ জেলে আশু দাশের (১৮) দুদিন পর লাশ উদ্ধার করেছে সিপিপি কর্মী ও স্থানীয়রা।
আজ শনিবার বিকাল ৩টার দিকে তার লাশটি সাগরে ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে নৌপুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। আশু দাশ কুমিরা ঘাটঘর রোডের জেলে পাড়া গ্রামের হরিবন্ধু বাড়ির বাসিন্দা রাম দাশের (প্রকাশ বাট্টি দাশ) ছেলে।
এদিকে নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশু দাশ সাগরে মাছ শিকার করে সংসারের খরচ চালাতো। বৃহস্পতিবার রাত ৩টার দিকে অন্যান্যদের মত সেও একটি মাছ ধরার বোট নিয়ে সাগরে মাছ শিকারে নামে। কিন্তু শুক্রবার পেরিয়ে গেলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
ফলে তার পরিবার দুশ্চিন্তায় পড়ে যায়। কুমিরা নৌ পুলিশ সাগরের বিভিন্ন স্থানে আশু দাশকে উদ্ধারে অভিযান চালান।
শনিবার বিকাল আনুমানিক ৩টার দিকে কুমিরা ও আকিলপুর সীমান্তবর্তী এলাকায় সাগর উপকূলে আশুর লাশ সাগরে ভাসতে দেখেন ওই এলাকার স্থানীয়রা। পরে কুমিরা ইউনিয়নের সিসিপির কর্মী তপন চন্দ্র দাশকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করতে সক্ষম হয়।
এ বিষয়ে সিপিপি কর্মী তপন দাশ বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে আমি ঘটনাস্থলে ছুটে যাই। স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে আসি। এ সময় নিহত জেলে আশুর পরিবারকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নৌপুলিশ কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা। এদিকে কুমিরা নৌপুলিশ ফাঁড়ির এসআই শরীফ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলেটি দু’দিন ধরে নিখোঁজ ছিলো। তাকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি।
শনিবার বিকালে তার লাশ ভেসে উঠে কুমিরা ও বাঁশবাড়িয় আকিলপুরের মাঝামাঝি স্থানে। তার লাশ উদ্ধারের সময় আশুর একটি লাল রঙের রেইনকোর্ট পোশাক পরা ছিলো তার গায়ে।
নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আমরা বিনা ময়নাতদন্তে লাশ তার পরিবারের হাতে তুলে দিয়েছি। এদিকে নিখোঁজ আশু দাশের পিতা রাম দাশ বলেন, আমার ছেলে আশু দাশ বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে কুমিরা ঘাটঘর থেকে একটি মাছ ধরার বোটে করে সাগরে যায়। এরপর তাকে খুঁজে পাওয়া যায়নি।
অবশেষে শনিবার বিকালে তার লাশ পাওয়া গেছে। আমার আমার দুই ছেলে ও এক মেয়ে। তার মধ্যে আশু দাশ দ্বিতীয়। আর বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট ছেলে বাড়িতে থাকেন। তিনি বলেন, আমার একার টাকায় সংসার চলে না। আমার পাশাপাশি আশুও সাগরের মাছ শিকার করে সংসারে কমবেশি খরচ দিত আমার ছেলে আশু দাশ। এখন আমি সংসার কিভাবে চালাবো।