জাতীয়তাবাদী মহিলা দল চট্রগ্রাম উত্তর জেলা মহিলা দলের উদ্দ্যেগে, মহিলাদলের সিনিয়র সহসভাপতি এডভোকেট ফরিদা আকতারের সভপতিত্বে, বিজয় র্র্যালী, শ্রদ্বান্জলী ও আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি, হিসাবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, উত্তর জেলা বি এন পির আহ্বায়ক খন্দখার গোলাম আকবর, তিনি বলেন, ১লা সেপ্টেম্বর ১৯৭৮ ইং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্টিত হয়। আজ ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।
“আজ থেকে ৪৬বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্ববরেণ্য রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এদেশের মানুষকে একদলীয় দুঃশাসনের অন্ধকার যুগ থেকে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। আজ ৪৬ তম প্রতিষ্ঠাবাষিকী। আমি তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বি এন পির যুগ্ম আহবায়ক প্রফেসর ইউনুছ চৌধুরী, আবদুল হালিম, নুর মোহাম্মদ,কনেল আজিমউল্লাহ বাহার(অবঃ),। আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সহসভাপতি জান্নাতুন ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক তাসলিমা আকতার মনি, সহসাংগঠনিক তাহেরা মহরম রাউজান উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি পিয়ারু বেগম তালুকদার,সাধারণসম্পাদক আজাদ আকতার, রাংগুনিয়া উপজেলা মহিলা দলের সভাপতি শাহিনুর বেগম শানু সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস সাধারণ সম্পাদক,সুমি আকতার, হাটহাজারী উপজেলা নেত্রী, শাহনাছ চৌধুরী রীনা,শেলিনা আকতার, ছুমাইয়া আকতার, সুফিরা খাতুন, রাংগুনিয়া উপজেলার সেলিনা আকতার,রোকেয়া বেগম , রুপা আকতার, খালেদা আকতার,সাজু বেগম, জাবেদা বেগম, রওশন আকতার, নারগিস আক্তার, পারভীন, ইয়াছমিন রোকসানা,ও জেলার নেতা ও নেত্রীবৃন্দ প্রমুখ।
শহীদ জিয়ার রাংগুনিয়াস্থ প্রথম মাজারে মহিলা দল উত্তর জেলার শ্রদ্ধাজ্ঞাপন
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন