হাটহাজারী পল্লী চিকিৎসক কল্যান সমিতির নব নিবাচিত কমিটির অভিষেক ও দুই যুগ র্পুতি উৎসব অনুষ্টিত
শফিউল আলম, রাউজানঃ হাটহাজারী পল্লী চিকিৎসক কল্যান সমিতির নব নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক ও সংগঠনের দুই যুগ পূর্তি অনুষ্ঠানে বক্তারা বলেছেন সরকারি চিকিৎসা সেবার সাথে গ্রামের পল্লী চিকিৎসকেরা ও গ্রামীন জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার উন্নয়নে নিবেদিত ভাবে কাজ করছে। পল্লী চিকিৎসকদের সেবার কোন নিদিষ্ট সময়সীমা নেই। তাঁরা ২৪ ঘন্টা মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। গ্রামের হত দরিদ্র মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে তাঁরা একজন খাঁটি সেবক হিসেবে মানুষের মন জয় করে নিচ্ছেন। তাই এইসব পল্লী চিকিৎসকদের সেবার মান উন্নয়নে সরকারি সহযোগীতা খুবই প্রয়োজন। তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষন দিয়ে আরো অভিজ্ঞ হিসাবে গড়ে তুলতে পারলে গ্রামীন স্বাস্থ্য সেবার মান আরো উন্নত হবে।
গত ৯ সেপ্টেম্বর সোমবার এগার মাইলস্হ একটি রিসোর্টে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতি করেন সংগঠনের সভাপতি ডাঃ মোঃ সালাউদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা উপজেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এসোেিসর সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চীপ মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ আবু তৈয়ব। প্রধান বক্তা ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ জুয়েল সেন ও সাংগঠনিক সম্পাদক ডাঃ মোহাম্মদ হোসেন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, এড মোহাম্মদ জামাল উদ্দিন, হাটহাজারী উপজেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েসনের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন বাবুল, ডাঃ শহীদুল্লাহ চৌধুরী, প্রকৌশলী আজিজুল মোমিন, সৈয়দ মোহাম্মদ মাহফুজ, ওমর গনি প্রমূখ।
শুরুতে সংগঠনের নব নির্বাচিত কর্মকর্তাদের ফুল দিয়ে অভিষিক্ত করা হয়। তাছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতাদের সম্মাননা ক্রেষ্ট দিয়ে সন্মান জানানো হয়। পরে সংগঠনের প্রত্যেক সদস্যদের ক্রেষ্ট দিয়ে সন্মান জ্ঞাপন করা হয়। পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করে সভার আনুষ্ঠানিক শুরু করা হয়।