বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দিল্লি এ দেশের অপরাধীদের আশ্রয় দেয় আর সীমান্তে বাংলাদেশের নিরীহ মানুষকে হত্যা করে। তাদের এই প্রবণতা বন্ধ করতে হবে।’
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রুহুল কবির রিজভী নিহত সাংবাদিক এ টি এম তুরাবের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গণমাধ্যমেকর্মীদের এ কথা বলেন।
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এ টি এম তুরাব।
দেশকে সুসংহত করতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত রেখেছে। স্থিতিশীলতার স্বার্থে দেশে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে। কেননা জনগণের আকাঙ্ক্ষা পূরণে নির্বাচনের কোনো বিকল্প নেই।’
এ সময় রিজভীর সঙ্গে জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভী বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার করা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ নিয়ে অযৌক্তিক ও দেশবিরোধী আইন ও চুক্তি বাতিলেরও দাবি জানান তিনি।