কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদকে আটক করেছে র্যাব—১৫।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব—১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন।
আটক মাসেদুল হক রাশেদ জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান শাহিনুল হক মার্শালের বড় ভাই। জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হকের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় ইউএস বাংলার একটি ফ্লাইট করে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে র্যাব—১৫ এর একটি টিম তাকে আটক করে।