দীর্ঘদিনের বান্ধবী ও বাগদত্তা ব্রুকি সানসোনকে বিয়ে করেছেন জনপ্রিয় মার্কিন গায়ক চার্লি পুথ। ইনস্টাগ্রামে বিয়ের একগুচ্ছ ছবি প্রকাশ করে অনুরাগীদের সুখবর জানিয়েছেন মার্কিন এই গায়ক।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেন চার্লি। যদিও বিয়ে সেরেছেন ১০ দিন আগেই। গত ৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে নিজ বাড়িতে গাঁটছড়া বাঁধেন এই জুটি।
ছবি পোস্ট করে চার্লি পুথ লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি ব্রুক… আমি সব সময় আমার সর্বোচ্চটা দিয়ে তোমার সঙ্গে আছি। প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি আমার জীবনের প্রতিটি দিন তোমাকে ভালোবাসব। আর যখন আমরা আমাদের পরবর্তী ধাপে যাব আরও বেশি করে ভালোবাসব।’
তিনি আরও লিখেছেন, ‘ব্রুক অ্যাশলে সানসোন এখন থেকে তুমি ব্রুক অ্যাশলে পুথ। আমাকে সবচেয়ে সুখী মানুষ করার জন্য তোমাকে ধন্যবাদ। এটা সবসময় তুমিই ছিলে।’
বর্তমানে এই নবদম্পতি হানিমুন উপভোগ করছেন। গত ১৫ সেপ্টেম্বর তাদের ইতালির কোমোতে দেখা যায়। এ সময় চার্লিকে ডোরাকাটা শার্ট এবং সাদা প্যান্টে দেখা গিয়েছে। অন্যদিকে ব্রুকের পরনে ছিলে চেরি প্যাটার্নের ম্যাচিং ব্রালেট এবং প্যান্ট।
২০২২ সালের ডিসেম্বরে চার্লি পুথের ৩১তম জন্মদিনে নিজেদের সম্পর্কের ঘোষণা দেন তারা। এরপর গত বছরের সেপ্টেম্বরে বান্ধবী ব্রুকিকে বিয়ের প্রস্তাব দিতে নিউইয়র্কে উড়ে যান চার্লি পুথ। বান্ধবীর কাছ থেকে ইতিবাচক উত্তর পেয়ে ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণা দিয়ে চার্লি পুথ লিখেছিলেন, ‘আমি আজ সবচেয়ে সুখী এবং আমার জীবন সবচেয়ে বিকশিত—এ সবকিছুর পেছনে তোমারই অবদান, ব্রুকি।’