রাঙ্গামাটিতে মধু পূর্ণিমা উৎসব উদযাপনযথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধ্যদিয়ে রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করছে পবিত্র শুভ মধু পূর্ণিমা উৎসব।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে শুভ মধু পূর্ণিমা উপলক্ষে রাঙ্গামাটি রাজ বন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেয়।
বিহারে সংঘ দান,পঞ্চশীল গ্রহণ, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান, মধু দানসহ নানা দানকার্য সম্পাদন করা হয়। এসময় রাজ বনবিহারের আবাসিক অধ্যক্ষ প্রজ্ঞালংকর মহাথের বিশ্ব সুখ শান্তি কামনায় প্রার্থনা করেন।
বৌদ্ধ ধর্মালম্বীদের মতে, বহু বছর আগে এ পূর্ণিমাতে বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ধ্যানরত বুদ্ধকে দান করতে দেখে বনের বানরও মৌচাকের মধু সংগ্রহ করে বুদ্ধকে দান করে। এ ঘটনাকে স্মরণ করেই প্রতি বছরের ভাদ্র মাসের পূর্ণিমার এই তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মধু পূর্ণিমা উদযাপন করে থাকেন।
বৌদ্ধদের দ্বিতীয় বড় ধর্মীয় অনুষ্ঠান হলো এই মধু পূর্ণিমা। ভাদ্র মাসের পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হয় বলে মধু পূর্ণিমাকে অনেকেই ভাদ্র পূর্ণিমা বলে থাকে।