চট্টগ্রাম সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভাইস চেয়ারম্যান সাবেক সিটি মেয়র ও মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন ও ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ-আল-নোমান এর রোগ মুক্তি কামনায় আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বাদ জোহর টাইগারপাসস্থ নগর ভবনের এবাদত খানায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে মীর মোহাম্মদ নাছির উদ্দীন ও আবদুল্লাহ-আল-নোমান এবং বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত সহ আহদের আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
এতে উপস্থিত ছিলেন-চসিক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের মো. মামুনুর রশীদ, সবুর খান, খাজা আলউদ্দিন, হাসান ওসমান গণি, মঞ্জু মিয়া, মঞ্জুর আহমেদ, আবুল কালাম আবাদ, জামাল উদ্দিন, রমিজুল হক, জামশেদ মোহাম্মদ, মো. নাসির, মো. জসিম, মো. মাহবুর রহামন, জাকির হোসেন, মো. বশর ও ফয়জুল হক ফারুক প্রমুখ।


