বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম আকবর খোন্দকার বলেছেন যে, প্রশাসনের বিভিন্নস্তরে পতিত স্বৈরাচারী সরকারের কিছু কুচক্রী মহল এখনো ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। তাই সনাতনী সম্প্রদায়ের আসন্ন শারদীয় দূর্গা উৎসব পালনে যাতে কোন কুচক্রী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দের সজাগ থেকে প্রশাসন সহ প্রতিটি পূজা আয়োজকদেরকে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদানে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।
তিনি ৬ অক্টোবর (রবিবার) বিকেলে হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সহযোগিতা করার লক্ষ্যে নাসিমন ভবনস্হ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সমন্বয় সভায় সভাপতির বক্তব্য রাখছিলেন।
উক্ত সমন্বয় সভায় প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
প্রধান বক্তার বক্তব্যে মাহবুবুর রহমান শামীম বলেন,হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আসন্ন এই উৎসব উপলক্ষে পতিত সরকারের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আওয়ামী অপশক্তি নতুনভাবে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। বর্হিবিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে। তাই কোনো অপশক্তি যাতে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এদেরকে কিছুতেই সফল হতে দেওয়া হবে না। এই ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ পরিবেশে পালন করতে সার্বিক সহযোগিতা করবে বন্দর থানার তিন ওয়ার্ড বিএনপি নেতারা। বন্দরের প্রতিটি পূজামণ্ডপে বিএনপির সমন্বয়ে কমিটি গঠন করে দিনরাত পাহারার ব্যবস্থা করা হবে। বিএনপি নেতাকর্মীরা আওয়ামী অপশক্তির সকল ষড়যন্ত্রকে প্রতিহত করবে। হিন্দু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার সমুন্নত রাখার জন্য আন্তরিকভাবে কাজ করবে।
বিশেষ বক্তার বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন ,সংখ্যালঘু বা সংখাগুরু তত্বে বিএনপি বিশ্বাস করে না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেছেন সেখানে সবাই বাংলাদেশি হিসেবে পরিচিত। তাই সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য বিএনপি সব সময় বদ্ধপরিকর। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা মণ্ডপ ভিত্তিক স্বেচ্ছাসেবক টিম গঠন করেছে। পূজামণ্ডপ, উপজেলা, জেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে বিএনপি দিনরাত পাহারা দিবে। কোনো অপশক্তিকে সুযোগ দেওয়া হবে না। তাদের কঠোরভাবে দমন করে একটি সুন্দর ও অসাম্প্রদায়িক দেশ গঠন করার জন্য সকলে কাজ করবো।
উক্ত সমন্বয় সভায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব মোহাম্মদ ছালাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন, নূর মোহাম্মদ, কর্নেল আজিমুল্লাহ বাহার, অধ্যাপক আজম খান, জসীম উদ্দীন সিকদার, এডভোকেট আবু তাহের, অধ্যাপক জসীম উদ্দীন চৌধুরী, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, আনোয়ার হোসেন, আবু আহাম্মদ, জহির আজম চৌধুরী, কাজী মহিউদ্দিন, মাহবুব সাফা, ডাক্তার কমল কদর, এজাহার মিয়া, অহিদুল আলম, মোবারক হোসেন কাঞ্চন, হাসান মোহাম্মদ জসিম, রিপন তালুকদার, মুরাদ চৌধুরী, জয়নাল আবেদীন, জাহিদুল আফসার জুয়েল, শফিউল আজম চৌধুরী, আব্দুল মোতালেব চৌধুরী, নার্গিস আক্তার, এডভোকেট রেজাউল করিম রনি, পূজা উদযাপন পরিষদের কমলেন্দু শীল, বিপ্লব পার্থ, জুয়েল চক্রবর্তী, সৈয়দ নাসির উদ্দিন, মোহাম্মদ আশরাফ, মাওলানা জমির উদ্দিন, মাওলানা হামিদ উল্লাহ, এইচ এম নুরুল হুদা প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।