শফিউল আলম, রাউজানঃ প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছের প্রজনন বৃদ্বি করতে সারা বৎসর মাছ শিকার করা নিষিদ্ব করেছে সরকার। সরকারী নিষেধাজ্ঞাকে অমান্য করে প্রতিনিয়ত হালদা নদীতে জাল ও বড়শী দিয়ে মাছ শিকার করছে মাছ শিকারীরা ।
এতে হালদা নদীর মা মাছ সহ জৈববৈচিত্র হুমকির মুখে পড়েছে। একদিকে মা মাছের প্রজননস কমছে, অপরদিকে জালে আটকা পড়ে অনেক সময়ে ডলফিন মারা যাওয়ার ঘটনা ঘটছে। হালদা নদীতে মা মাছের প্রজনন্ বৃদ্বির লক্ষ্যে রাউজান উপজেলা প্রশাসন, হাটহাজারী উপজেলা প্রশাসন, মৎস অধিদপ্তর, নৌপুলিশ প্রতিনিয়ত অভিযান চালিয়ে নদী থেকে বিপুল পরিমান জাল উদ্বার করা হলে ও মাছ শিকার বন্দ্ব হয়নি ।
রাতেই হালদা নদীর রাউজান হাটহাজারীর বিভিন্ন পয়েন্টে জাল ও বড়শী দিয়ে মাছ শিকার করছে। গত ১৫ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতেই রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগজ্যাই মারমার নেতৃত্বে মৎস বিভাগ হালদা নদীতে অভিযান চালিয়ে ১২টি ৫ হাজার মিটার দৈর্ঘ ঘের জাল নদী থেকে উদ্বার করে। গত ২৬ আগষ্ট থেকে হালদা নদীতে অভিযান চালিয়ে মৎস বিভাগ ৯ হাজার মিটার জাল উদ্বার করেন।
হাটহাজারীর নয়া হাট থেকে লাঙ্গলমোড়া পর্যন্ত অভিযান চালিয়ে ৫ হাজার মিটার ঘের জাল সহ জাল বসানোর সরঞ্জাম উদ্বার করা হয় । হালদা নদীতে অভিযান চলাকালে উপজেলা নির্বাহী অফিসার অংহজ্যাই মারমার সাথে ছিলেন রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম, রাউজান মৎস অফিসার আলমগীর হোসেন, আই,ডি, এফ ”র পাহাড়াদার ময়নুল আলম। রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগজ্যাই মারমা বলেন, হালদা নদীর মা মাছ সহ জীববৈচিত্র রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে ।