ছাত্র-জনতার আন্দোলনে হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনাকারী রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. নুর উদ্দিন সুমনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাপ্তাই পিডিবি প্রজেক্ট ফুলবাগান নামক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতা করা হয়। গ্রেফতার সুমন নতুনবাজার এলাকার আব্দুল মালেকের ছেলে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদের সময় সংবাদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কাপ্তাই প্রজেক্ট এলাকায় রাত সাড়ে ১২টা থেকে অপরাধীদের ধরতে পুলিশি অভিযান চলে। দীর্ঘক্ষণ তল্লাশির পর ফুলবাগান নামক স্থানের একটি বাসা থেকে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. নুর উদ্দিন সুমনকে গ্রেফতার করে থানায নিয়ে আসা হয়।