সড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর করার অভিযোগে দয়ের করা মামলায় অব্যাহতি পেয়েছেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৫ নভেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইলাহী বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে মামলার দায় হতে অব্যাহতি দেন।
সালাহউদ্দিন আহমদ এর প্রধান কৌসুলি, সাবেক পিপি অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না জানান, ২০১১ সালের ৩ জুলাই কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিনের উপর বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ এর নেতৃত্বে হামলা এবং পরে চকরিয়ার বেন্ডি বাজারে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে গাড়ি ভাংচুর করার অভিযোগ এনে চকরিয়া থানায় সালাহউদ্দিন আহমদ সহ ২০ জনকে এজাহারভুক্ত আসামী এবং ২০০০/২৫০০ জনকে অজ্ঞাত আসামী করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। চকরিয়া থানার এসআই মোঃ ইয়াছিন বাদী হয়ে করা এ মামলার চকরিয়া থানা নম্বর : ০৪, তারিখ : ০৩/০৬/২০১১ ইংরেজি, জিআর নম্বর : ২২১/২০১১ ইংরেজি এবং স্পেশাল ট্রাইব্যুনাল নম্বর : ২৯/২০১২ ইংরেজি। এ মামলায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে ৭ নম্বর আসামী করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ সাইফুল ইলাহীর আদালতে মঙ্গলবার মামলাটি চার্জ (অভিযোগ) গঠনের দিনে সালাহউদ্দিন আহমদ এর প্রধান কৌসুলি, সাবেক পিপি অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন ও সঠিক নয় মর্মে উল্লেখ করে মামলার দায় হতে সালাহউদ্দিন আহমদকে অব্যাহতি দিতে ফৌজদারী কার্যাবিধির ২৬৫(সি) ধারায় একটি আবেদন করেন।
আবেদনটি আদালতে অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না শুনানী করে সালাহউদ্দিন আহমদকে অব্যাহতি দেওয়ার পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন। রাষ্ট্র পক্ষে একই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রশিদ সালাহউদ্দিন আহমদ এর বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয় মর্মে আদালতে উপস্থাপন করে তাৃকে মামলার দায় হতে অব্যাহতি দিতে প্রার্থনা জানান।
শুনানী শেষে বিজ্ঞ বিচারক মোহাম্মদ সাইফুল ইলাহী বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের আবেদন মঞ্জুর করে তাঁকে মামলার দায় হতে অব্যাহতি দেন। একইসাথে মামলার অন্য ১৫ জন আসামীকেও মামলার দায় হতে অব্যাহতি দিয়ে শুধুমাত্র ৪ জন আসামীর বিরুদ্ধে মামলাটি বিচারের জন্য চার্জ (অভিযোগ) গঠন করা হয়।
এ মামলায় আগেই সালাহউদ্দিন আহমদ এর আদালতে স্বশরীরে উপস্থিতির পরিবর্তে তাঁর নিয়োজিত আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরার আবেদন করা হলে আদালত সে আবেদনটি মঞ্জুর করায় সালাহউদ্দিন আহমদকে আদালতে এদিন আর স্বশরীরে উপস্থিত হতে হয়নি।
প্রসঙ্গত, এর আগে সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে তার বিরুদ্ধে দায়ের করা আরো ২টি পৃথক মামলা থেকে অব্যাহতি পান। এ নিয়ে কক্সবাজারে মোট ৩ টি মামলা থেকে সালাহউদ্দিন আহমদ অব্যাহতি পেলেন।