এরিক টেন হাগ বরখাস্ত হওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রুবেন আমোরিম। রেড ডেভিলদের নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেও ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির হয়ে কাজ শুরু করবেন ১১ নভেম্বর থেকে। এর আগে স্পোর্টিংয়ের হয়ে নিজের শেষ ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়েছিলেন এই পর্তুগীজ কোচ, চ্যাম্পিয়ন্স লিগে এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ম্যানইউয়েরই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি।
প্রিমিয়ার লিগে যোগ দেয়ার পর ম্যানসিটির সঙ্গে নিয়মিতই লড়তে হবে আমোরিমকে। এর আগেই গার্দিওলার সিটিকে মোকাবেলা করলেন আমোরিম, শুধু যে মোকাবেলা করেছেন তাই নয়, ৪-১ গোলে উড়িয়ে দিয়েছেন।
মাঠে এবং মাঠের বাইরে সময়টা একেবারেই ভালো যাচ্ছে গার্দিওলার সিটির। একের পর এক চোটে বিপর্যস্ত তার দল, প্রিমিয়ার লিগেও সবশেষ ম্যাচে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর আবার চ্যাম্পিয়ন্স লিগে বড় এই হার। ২০১৬ সালের পর এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়নস লিগে সিটিজেনরা। শুধু তাই নয়, ২০১৮ সালের এপ্রিলের পর এবারই প্রথম টানা তিন ম্যাচে হারল সিটি।
স্পোর্টিংয়ের বিপক্ষে ম্যাচটি শুরুটা ভালোই করেছিল ম্যানসিটি। ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় সিটিজেনরা। ফিল ফোডেনের দুর্দান্ত এক গোলে লিড নেয় সিটি। তবে শুরুতেই লিড পেলেও এরপর আর গোলের দেখা পায়নি প্রিমিয়ার লিগের দলটি।
শক্তিশালি সিটির বিপক্ষে খুব একটা আক্রমণাত্মক না খেললেও নিজেদের সুযোগগুলো বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে স্পোর্টিং। ম্যাচের ৩৮ মিনিটে সমতায় ফিরে দলটি। ভিক্টর গোয়েকেরেস দুর্দান্ত এক গোলে দলকে সমতায় ফেরান।
প্রথমার্ধে এক গোল পাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও ৩ গোলের দেখা পায় স্পোর্টিং। প্রথমার্ধে এক গোল করা গোয়েকেরেস দ্বিতীয়ার্ধের ৪৯ ও ৮০ মিনিটে পেনাল্টি থেকে করেছেন আরও ২ গোল। এর আগেই দ্বিতীয়ার্ধের শুরুতে, ম্যাচের ৪৬ মিনিটে স্পোর্টিংকে এগিয়ে দিয়েছিলেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। তার গোলের ব্যবধান দ্বিগুণ করে স্পোর্টিং।
এদিকে স্পোর্টিং যখন একের পর এক গোল পেয়েছে তখন জালের দেখা পেতে হাপিত্যেশ করেছেন গার্দিওলার শিষ্যরা। ম্যাচের ৭৩ শতাংশ সময়ই বল নিজেদের দখলে রেখেছিলেন ফোডেনরা, তবে ২০টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছিলেন কেবল ৬টি। ওদিকে স্পোর্টিংয়ের নেয়া ৯ শটের ৬টিই ছিল লক্ষ্যে।
এদিকে সিটির হারের যন্ত্রণা আরও বাড়িয়ে দিয়েছেন আর্লিং হলান্ড। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়েছিল ম্যানসিটিও। তবে হলান্ড স্পটকিক থেকে গোল করতে পারেননি, তার শট উপরের পোস্টে লেগে ফিরে যায়। এরপর আর গোল না পাওয়ায় শেষ পর্যন্ত ৪-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় সিটিজেনদের।