শফিউল আলম, রাউজানঃ রাউজানে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) রাউজান জলিল নগরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ হোসেন কোম্পানী।
প্রধান অতিথি ছিলেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল হুদা। উদ্বোধক ছিলেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মো. ফয়েজুল ইসলাম চৌধুরী টিপু। বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম, মো. সেলিম। উপস্থিত ছিলেন চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সহ-সভাপতি মোঃ আমিনুল হক, মোঃ শাহ আলম চৌধুরী, মোঃ জাবেরর আহমদ, মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নবীদুল আলম, সহ-সম্পাদক কাজী মোহাম্মদ জামাল, সহ-সম্পাদক বিভাষ কান্তি সাহা, অর্থ সম্পাদক আলহাজ্ব মোঃ হাসান, সাংগঠনিক সম্পাদক মো. হোসেন মনা, সহ-সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, প্রচার সম্পাদক মো. ইমতিয়াজ জাহাঙ্গীর, কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হারুন, মোহাম্মদ আব্দুল মালেক, মো. তৈয়ব হোসেন মামুন, ইখতেয়ার মেম্বার, মো. গিয়াস উদ্দিন। পরে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির শেয়ার সার্টিফিকেট বইয়ের লভ্যাংশ এবং চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির রাঙামাটি দূর পাল্লার বাস সার্ভিস এর রিলাক্স নন এসি- এভারগ্রীণ এর লভ্যাংশ বিতরণ করা হয়।