চট্টগ্রামের কর্ণফুলী থানার অভিযানে এক লাখ ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ফারুক আহম্মদকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১০ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর কর্ণফুলী থানার শিকলবাহা গ্রামের বাইট্টা গোষ্ঠীর পারিবারিক কবরস্থানের পুকুরপাড় থেকে ১ লাখ ১৫ হাজার পিস ইয়াবাসহ ফারুক আহম্মদকে গ্রেপ্তার করেছিল কর্ণফুলী থানা পুলিশ। এই মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়ে ফারুক আহম্মদ বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।