কোনো ফি ছাড়া নগরের সকল সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নাগরিক সুরক্ষা কমিটির আহ্বায়ক বিপ্লব পার্থ।
শনিবার (১৬ নভেম্বর) বিকালে নগরের কোতোয়ালি, ফিরিঙ্গীবাজার, পাথরঘাটা, সতীশবাবু লেইন সহ আশেপাশের এলাকায় ডেঙ্গু সচেতনতায় লিফলেট ও মাইকিংকালে তিনি একথা বলেন। বিপ্লব পার্থ বলেন, ডেঙ্গু হলে আতংকের কিছু নেই। তবে সচেতনতা বাড়াতে হবে। ঘরের আশেপাশে পরিষ্কার রাখতে হবে এবং পানি জমতে দেওয়া যাবে না। সিটি করপোরেশনের পক্ষ থেকে ডেঙ্গ নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু নাগরিকদেরও সচেতন হতে হবে। সরকারী সকল হাসপাতাল, সিটি করপোরেশন নিয়ন্ত্রণাধীন হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা ফি মওকুফ করতে হবে। এছাড়া প্রত্যেক হাসপাতালে ডেঙ্গু চিকিৎসায় বিশেষ ব্যবস্থা এবং বেডের সংখ্যা বাড়াতে হবে। কেননা দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম নাগরিক সুরক্ষার সদস্য ও চট্টগ্রাম মহানগর যুবদল নেতা বাপ্পী দে, যুবদল নেতা মো. রাসেল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি বিপ্লব চৌধুরী বিল্লু, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট দক্ষিণ জেলার সদস্য সচিব উজ্জ্বল বরণ বিশ^াস,বান্দরবান পৌর ছাত্রদলের সদস্য সচিব মিথুন দাশ, চকবাজার থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজন দাশ, সুমন ঘোষ বাদশা, কোতোয়ালি ছাত্রদল নেতা সাজু দাশ, অসীম বণিক, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা সুকান্ত মজুমদার প্রমুখ।