কক্সবাজারের চকরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীকে ফেনী থেকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার(২১ ডিসেম্বর) বেলা দুইটার দিকে র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মোঃ কামরুজ্জামান।
তিনি জানান, র্যাব-১৫ এবং র্যাব-৭ এর যৌথ আভিযানিক দল ফজলুল করিম সাঈদীকে গ্রেফতার করে।
মোঃ কামরুজ্জামান জানান, চকরিয়া থানায় গত ০৯ নভেম্বর সাবেক এমপি হাসিনা আহমেদ এর গাড়ি বহরে হামলা এবং ১৩ নভেম্বর নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়। মামলা দু’টিতে এজাহারনামীয় আসামি ফজলুল করিম সাঈদী।
র্যাব তথ্য পায়, আইন-শৃংখলা বাহিনীর গ্রেফতার এড়াতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে বাসযোগে রওনা করছে সাঈদী। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব ফোর্সেস সদর দপ্তর গোয়েন্দা শাখার সার্বিক সহযোগিতায় র্যাব-১৫ ও র্যাব-৭ এর যৌথ আভিযানিক দল ফেনী জেলার সদর থানাধীন লালপুল এলাকায় একটি অভিযান পরিচালনা করে। ফজলুল করিম সাঈদীকে গ্রেফতার করে। পৌরসভার ২ নং ওয়ার্ডের মৃত ইছহাক কন্ট্রাক্টরের ছেলে।
আইন-শৃংখলা বাহিনীর গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল বলে স্বীকার করে আলোচিত সাঈদী।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান।