অবৈধভাবে খোলাবাজারে টিসিবি পণ্য বিক্রি করার অপরাধে কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার স্টেশন সংলগ্ন হাটবাজারে ব্যবসায়ী আবুবকর, কামাল উদ্দিন সহ তিন ব্যবসায়ীকে দশ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয় এবং ভবিষ্যতে এধরণের কর্মকাণ্ড পরিচালনা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে মর্মে সতর্ক করে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কোটবাজার স্টেশন সংলগ্ন হাটবাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী, এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনীম তাসিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ” ডিলার ব্যতিত খোলাবাজারে টিসিবি পণ্য বিপণন-বিক্রি করা যায়না। সরেজমিনে প্রমাণ পাওয়ায় বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে টিসিবি পণ্য মিলছে না কিন্তু ঠিকই আবুবক্করের মতো কিছু অসাধু ব্যবসায়ী ভোজ্য তেল সহ টিসিবিভুক্ত পণ্য কমদামে সংগ্রহ করে বেশি মুনাফায় ভোক্তাদের কাছে কৌশলে সরবরাহ করছে।
প্রশাসনের এমন তৎপরতা বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন।