চট্টগ্রামের ঐতিহ্যবাহী আদর্শ শিশু কিশোর সংগঠন পূর্বাশার আলো কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পথচারীদের মাঝে গত ১৭ ডিসেম্বর নগরীর মিসকিন শাহ মাজার সংলগ্ন এলাকায় কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ সাহাবউদ্দীন।
সংগঠনের উপদেষ্টা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাসনিম উদ্দীন চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা লেখক আতিকুর রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইফতেখার সাইমুন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুনতাসির মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন ত্বকি, সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদ, সংগঠক সোহেল রানা, মোঃ কায়সার, রিদওয়ানুর রহমান সিয়াম, আরমান হাবিব, মোঃ সানি, আবদুল্লাহ নুর আইমান, সাইফুল্লাহ নুর ইয়াছির, আরিফুল ইসলাম মারুফ, মোঃ সজিব। নগরীর মিসকিন শাহ মাজার প্রাঙ্গনে পথচারীদের মাঝে কম্বল বিতরণ করেন।