পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে তিন ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা ও ১৫ টি বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তিনটি ইটভাটাকে এ জরিমানা করেন। পরিবেশ অধিদফতরের কোন ছাড়পত্র না থাকায় ইটভাটা আইনে আরপিএস ব্রিকস, সেলিম এন্ড ব্রাদার্স এবং এবিসি ব্রিকসকে এ জরিমানা করা হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যেহেতু পার্বত্য জেলা ইটভাটা করা কোন বিধান বা অনুমতি না থাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এই সময় তিনটি ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা ও ১৫ টি ভাটাকে বন্ধ করার নির্দেশ দেয়া হয়।
ইটভাটা মালিক সমিতি সাধারণ সম্পাদক মো. সেলিম জানান, তারা পরিবেশের সকল নিয়ম মেনে ইটভাটা পরিচালনা করছেন। শুধুমাত্র পরিবেশ অধিদফতরের ছাড়পত্র তাদের হাতে নেই। তবে তারা পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেয়ার চেষ্টা করতেছেন।