আট দফা দাবি আদায়ের লক্ষ্য একাডেমিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছেন রাঙ্গামাটি কৃষি ইনস্টিউটের (এটিআই) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন: ৭ পর্বের শিক্ষার্থী ফয়সাল বিন ফারুক, অপন কুমার চাকমা, কনিকা চাকমা, ৫ পর্বের শিক্ষার্থী নুসরাত জাহান নিশি প্রমুখ।
শিক্ষার্থী ফয়সাল বিন ফারুক বলেন, ‘উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি, উপ-সহকারী কৃষি কর্মকর্তার পদ দ্বিতীয় শ্রেণিতে উন্নিতকরণসহ আট দফা নিয়ে গত দুই মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি। বিষয়গুলো নিয়ে শিক্ষা ও কৃষি উপেদেষ্টা ও সচিবসহ বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা ও স্বারকলিপি দিয়েছি। তারা আমাদের দাবিগুলো পূরণের আশ্বাসও দিয়েছিল। কিন্তু দুই মাসেও তার কোনো বাস্তবায়ন বা আগ্রগতি দেখা যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘দফায় দফায় বিভিন্ন আন্দোলন করেও কোনো ফল আসেনি। তাই বাধ্য হয়ে একাডেমিক ভবনে তালা দিয়েছি।’
অপর শিক্ষার্থী নুসরাত জাহান নিশি বলেন, ‘দেশের অন্য যে সব ডিপ্লোমা কোর্স আছে, যেমন: টেক্সটাইল, নাসিং তারা চাইলেই বিএসসি পড়তে পারেন। কিন্তু আমরা যারা কৃষি ডিপ্লোমা করি, তারা কেন উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবো না? রাষ্ট্র কেন আমাদের সঙ্গে এমন বৈষম্য করছে? আমাদের জন্য উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে।’
যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা।