সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নারী শিক্ষা প্রতিষ্টান ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর (রবিবার) দুপুরে প্রধান শিক্ষককের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মু মহিউদ্দিন।
সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে এসময় প্রধান শিক্ষকবৃন্দের মধ্যে মনজুর আলম, এমরানুল হক, রফিকুল ইসলাম, মো: ছৈয়দনুর, শাব্বির আহমদ, জানে আলম ও মিল্টন পাল প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় উপজেলার ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাঁও, ইসলামপুর ও পোকখালী ইউনিয়নের প্রায় ১৮ টি সরকারি বেসরকারী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


