মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র্যালী, মানববন্ধন, আলোচনা সভা এবং অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবস গুলো পালিত হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রথমে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। পরে কাপ্তাই উপজেলা সদরস্থ কাপ্তাই-চট্টগ্রাম সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। র্যালী এবং মানববন্ধন শেষে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে এক আলোচনা সভা ও”অদম্য নারী সম্মাননা” প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। তিনি বলেন, প্রত্যেকটা সফলতার পেছনে নারীর অবদান রয়েছে।বাঙ্গালী নারী জাগরণে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তিনি নারী জাগরণের অগ্রদূত।
কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা সভায় সভাপতিত্ব করেন। কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, সফল জননী নারী সম্মাননাপ্রাপ্ত সন্ধ্যা রানী দাশের বড় ছেলে চাঁদপুর সরকারি মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডাঃ নারায়ণ চন্দ্র দাশ, কাপ্তাই উপজেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, নারী সংগঠক নুর বেগম মিতা।
পরে সফল জননী নারী হিসাবে সন্ধ্যা রাণী দাশ এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে জেমিয়া ফারজানা নিতুকে অদম্য নারী সম্মাননা প্রদান করা হয়।

এদিকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে একইদিন বেলা সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদপর সম্মেলন কক্ষ কিন্নরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী।
কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, আমাদের দেশে তখনই দুর্নীতি সমূলে বিনাশ হবে যখন মানুষ সচেতন হবে এবং মানুষ তার অধিকার পাবে।


