অদম্য মনোয়ার গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ড. অনুপম সেন
চট্টগ্রামের উন্নয়ন সংগ্ৰামে ব্যরিস্টার মনোয়ার এর মতো অন্যান্যদের এগিয়ে আসতে হবে অদম্য মনোয়ার গ্রন্থের দ্বিতীয় সংস্করণ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ড. অনুপম সেন এ মন্তব্য করেন। চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বুধবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজ বিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন ‘চট্টগ্রাম’ কলকাতা বোম্মে ঢাকা থেকে বহু প্রাচীন নগর এ নগর একসময় খুব সম্বৃদ্ধ জনপথ ছিল কিন্তু এতো প্রাচীন ও ঐতিহ্যবাহী নগরী নানা কারণে পিছিয়ে পড়ছে এটা কাম্য নয়। চট্টগ্রাম এর পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে হবে। এজন্য ব্যরিস্টার মনোয়ার এর সংগ্ৰাম দৃষ্টান্ত স্থাপন করেছে তার মতো অন্যদের এগিয়ে আসতে হবে। প্রফেসর রনজিত দে এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার, লন্ডন বারা অফ বাকিং এন্ড ডেগেনহামের কাউন্সিলর ফিরোজ গনি, অদম্য মনোয়ার গ্রন্থের সম্পাদক শাহরিয়ার খালেদ, মহাসচিব মোঃ কামাল, নারী নেত্রী লাইলা ইব্রাহিম বানু, ফোরামের সাংগঠনিক সম্পাদক মনসুর আলম প্রমূখ।


