দাউদকান্দি-তিতাস থেকে নির্বাচিত নবাগত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করলেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। নবাগত সংসদ সদস্য আব্দুস সবুর তার নির্বাচনী এলাকা দাউদকান্দি উপজেলা পরিষদের আজকে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভায় প্রথম বারের মতো অংশ নিতে আসলে উপজেলা পরিষদের চেয়ারম্যান তাকে এই শুভেচ্ছা জানান এবং উপজেলা চেয়ারম্যান নবাগত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এর কাছে দাউদকান্দি উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে উপজেলার চেয়ারম্যান হিসেবে সাহায্য ও সহযোগিতা কামনা করেন। এসময় মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তারাও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনের সঙ্গে একমত পোষণ করেন। নবাগত সংসদ সদস্য মো. আব্দুস সবুরও উপজেলা পরিষদের সকল উন্নয়ন কর্মকাণ্ডে সাহায্য-সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করে আশ্বাসও দেন। সেই জন্য মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভাতে উপস্থিত উপজেলার নির্বাহী কর্মকর্তা আরাফাতুল আলমসহ সকলেই নবাগত সংসদ সদস্যকে ধন্যবাদ জানান।
ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবাগত সংসদ সদস্যকে বরণ দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


