হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী জর্জ সোরোস তার ২৫ বিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি নিজের ছেলের হাতে তুলে দিয়েছেন। সোরোস বিশ্বাস করেন, তার ৩৭ বছরের ছেলে আলেকজান্ডার সোরোস এই সম্পত্তি অর্জন করে নিয়েছে। জর্জ সোরোসের মোট পাঁচ সন্তান। তবে তিনি আলেকজান্ডারকেই সবথেকে যোগ্য বলে মনে করেছেন।
সম্প্রতি বিষয়টি নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালকে একটি সাক্ষাৎকার দেন সোরোস। এসময় তিনি বলেন, তার ওপেন সোসাইটি ফাউন্ডেশনের লাগাম আপাতত নিজের কাছেই রাখছেন তিনি। এখনই সন্তানদের কাছে এর নিয়ন্ত্রণ হস্তান্তর করার কোনও পরিকল্পনা নেই। তবে ব্যবসার ভার আলেকজান্ডারের হাতে তুলে দিচ্ছেন তিনি। জর্জ জানিয়েছেন, আলেকজান্ডার এটি অর্জন করে নিয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, দ্বিতীয় স্ত্রী সুসান ওয়েবারের সঙ্গে জর্জ সোরোসের দুই ছেলে আছে। তার মধ্যে বড় জন আলেকজান্ডার সোরোস। গত বছরের ডিসেম্বরে তিনি ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান নিযুক্ত হন।
আলেকজান্ডার সোরোস অবশ্য ব্যবসার চেয়ে সামাজিক কাজ ও বামপন্থী মতাদর্শের জন্যই বেশি পরিচিত। বিচারব্যবস্থায় পক্ষপাত কমানো, সমানাধিকারের মতো বিভিন্ন বিষয়ে আন্দোলনে বিনিয়োগ করেন। ৩৭ বছর বয়সী আলেকজান্ডার সোরোসও তার বাবা জর্জ সোরোসের রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন। কিছু কিছু ক্ষেত্রে উল্টো আলেকজান্ডার সোরোসকে এসব বিষয়ে আরও বেশি আগ্রহী বলে মনে করা হয়।
আলেকজান্ডার সোরোস প্রায়ই বিশ্বজুড়ে বাম ঘরানার রাজনীতিবিদদের সঙ্গে উঠবস করেন। সম্প্রতি বাইডেন প্রশাসনের অনেক কর্মকর্তা এবং অন্যান্য বিশ্ব নেতাদের সাথে দেখা করেছেন তিনি। এরমধ্যে আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ১৯৯০ দশক থেকেই বিশ্বজুড়ে গণতান্ত্রিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে সোরোস পরিবার। মার্কিন ডেমোক্রেটিক পার্টির সবথেকে বড় দাতাদের একজন জর্জ সোরোস।


