আবারও আফগান শিবিরে আঘাত হানলেন তাসকিন, উপড়ে ফেললেন আফগান ব্যাটার করিম জানাতের উইকেট। জয়ের জন্য এখন আর মাত্র তিন আফগান ব্যাটারের উইকেট প্রয়োজন স্বাগতিকদের।
এবার আঘাত তাসকিনের, জয় কেবল সময়ের ব্যাপার
জয়টাই সম্ভাব্য ফল ছিল বাংলাদেশের জন্য। সেটার কত সময় প্রয়োজন হবে সেটাই কেবল আলোচনার বিষয় ছিল। টাইগাররা অবশ্য বেশি সময় নিতে রাজি নন বোধহয়। লাঞ্চের আগেই এখন পর্যন্ত চার উইকেট তুলে নিয়েছেন তারা। শুরুতে শরিফুল ও ইবাদতের পর এবার আঘাত এনেছেন তাসকিন আহমেদ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাত উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ১০০ রান। জয়ের জন্য এখনও প্রয়োজন ৫৬২ রান।
শুরুতেই নেই তিন উইকেট, জয়ের অপেক্ষা বাংলাদেশ
জয়ের জন্য পার করতে হবে ৬৬২ রানের পাহাড়সম লক্ষ্য। সেটা টপকাতে গিয়ে গতকাল বিকেলেই দুই উইকেট হারায় আফগানিস্তান। আজ সকালে ৩৩ রানে আরও তিন উইকেট হারিয়ে খাঁদের কিনারায় চলে গেছে দলটি। টাইগার পেসারদের তোপের হার এখন আফগানিস্তানের জন্য সময়ের ব্যাপার।
আজ সকালে জোড়া উইকেট নেন শরিফুল, বাকিটি ইবাদত।
এর আগে গতকাতল তাসকিন আহমেদের বাউন্সার মাথায় লেগে গুরুতর আহত হন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদী। তখনই তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এই টেস্ট থেকেই ছিটকে গেছেন তিনি। তার জায়গায় কনকাশন বদলি হিসেবে নামেন বাহির শাহ। যদিও তিনিও উইকেটে থিতু হতে পারেননি, ফিরেছেন মাত্র সাত রান করে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ ৭৮ রান। জয়ের জন্য এখনও প্রয়োজন ৫৮৪ রান।


